চট্টগ্রাম মহানগরের চাক্তাই এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে চাল বিক্রেতাদের বাধার মুখে পড়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে তাদের বাধার মুখে ভ্রাম্যমাণ আদালত অভিযান পূর্ণাঙ্গ না করে ফিরেছেন বলে জানা যায়।
জানা যায়, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বিকেলে চাক্তাই এলাকায় অভিযান পরিচালনার প্রায় শেষের দিকে একটি চালের দোকানে আদালত পরিচালনা করছিল। এ সময় চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালতের একজন তাকে সেখানে ঢুঁকতে নিষেধ করলে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়। বিষয়টি শুনার পর পরেই চাল বিক্রেতারা ভ্রাম্যমাণ আদালতকে ঘিরে ফেলে বিক্ষুব্ধ হয়ে উঠেন। পরে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা র্যাবের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর আর অভিযান পরিচালনা না করেই ফিরে আসে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর বলেন, সামান্য ঝামেলা হয়েছিল। চাল বিক্রেতারা অভিযানের এক পর্যায়ে আমাদের বাধা দিয়েছিল। তবে আমারা তাদের সঙ্গে কথা বলার পর তারা শান্ত হন। তিনি বলেন, সুষ্ঠুভাবে অভিযান পরিচালনা করে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন না মানার অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।