রাজশাহী মহানগরীর উপকণ্ঠ নওদাপাড়া এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেল ৪টার দিকে নগরীর শাহ মখদুম থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, নগরীর নওদাপাড়া এলাকায় রাজশাহী সরকারি মহিলা পলিটেকনিকের পাশে একটি ডোবা আছে। ওই ডোবার পাশে ঝোপের ভেতর কাপড় দিয়ে জড়ানো অবস্থায় লাশটি পড়ে ছিল। লাশের নাক-মুখে পঁচন ধরেছিল। তাই ধারণা করা হচ্ছে, দু’একদিন আগেই কেউ লাশটি ফেলে রেখে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।