রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ অটোরিকশা চোরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তারা হলেন- মজিবর, তাহের, জাহাঙ্গীর, নয়ন, মোসলেম, শাহ আলম, ঈমান আলী, রহিম, আলাউদ্দিন, নাসির, বাহাদুর হাওলাদার, আমিনুল ইসলাম।
মহানগর পুলিশের গণমাধ্যম শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের কাছ থেকে পাঁচটি অটোরিকশা এবং চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা সিএনজি চালকদের চায়ে ঘুমের ওষুধ সেবন করিয়ে অটোরিকশা চুরি করত। পরে মালিকের কাছ থেকে ৬০-৮০ হাজার টাকা আদায় করে অটোরিকশা ফেরত দিত বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টোরোরিজম বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/এস আহমেদ