নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ভোটগ্রহণ হয়েছে। এখন ফলাফলের পালা। সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট সাড়ে ৯ হাজার সদস্য মোতায়েন ছিল।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি ওয়ার্ডে জুডিশিয়াল মেজিস্ট্রেট দেওয়া হয়েছিল। আজও তিনজনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের জন্য ভোটারদের ধন্যবাদ দেন। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ধন্যবাদ দেন।