রাজধানীর শুক্রাবাদে তিন হাজার ক্যান বিয়ারসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাছ থেকে একটি জিপ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো, মো. জাহিদুল ইসলাম (২৩) ও মো. দুলাল হোসেন ভূঁইয়া (৫০)। আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্টো উপ-অঞ্চলের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার