জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, একমাত্র জাতীয় পার্টিই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে। মানুষের ভাগ্যোন্নয়নের জন্যই জাতীয় পার্টি দেশে উন্নয়ন-সমৃদ্ধি এবং সংস্কারের রাজনীতি প্রবর্তন করতে চায়।
বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতি এরশাদ বনানীস্থ কার্যালয়ে পার্টির উপদেষ্টামণ্ডলীর সভায় একথা বলেন।
তিনি বলেন, আমরা সাংবিধানিক পন্থায় ক্ষমতার পরিবর্তনে বিশ্বাসী। আর তার জন্য অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। আমরা সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে বিতর্কমুক্ত নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি। আশা করি, আমাদের প্রস্তাব বিবেচনা করা হবে।
এ সময় পার্টির কো-চেয়ারম্যান জি.এম. কাদের, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী উপস্থিত ছিলেন।
উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে আ. ন. ম শাহজাহান, রওশন আরা মান্নান এমপি, সিরাজুল ইসলাম চৌধুরী, ক্কারী মোঃ হাবিব উল্লাহ বেলালী, সৈয়দ দিদার বখত্, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।