আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটাররা উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সেখানকার জনগণ উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়েছে। তারা প্রমাণ করেছে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন চলছে তার সাথে তারা আছে।
নাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভি বিপুল ভোটে বিজয় লাভ করায় সাংবাদিকদের কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম আরো বলেন, জনগণের এই রায়ে সরকারের সফলতা প্রকাশ পেয়েছে। বর্তমান সরকার যে স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করেছে, যে বিপুল উন্নয়ন কর্মকান্ড চলছে তারা তাতে সমর্থন জানিয়েছে।