রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে গাঁজা ও দেশি মদসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। আটকরা হলেন- রাসেল, আমীর হোসেন, রানা ও রফিকুল ইসলাম।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন ফারুক বলেন, চট্টগ্রাম থেকে কমলাপুরগামী তূর্ণা নিশিতা, মহানগর এক্সপ্রেসে করে মাদক নিয়ে ওই চারজন কমলাপুরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তল্লাশি করে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও ছয় লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে দু’টি মামালা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ