রাজধানীর খিলগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রমজান আলী (৪০) নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান।
রিকশাচালক রমজান আলীর ছেলে আল আমিন বলেন, তার বাবা গ্রামের বাড়ি ময়মনসিংহ যাওয়ার জন্য ভোরে মাদারটেক এলাকার বাসা থেকে বের হন। পায়ে হেঁটে কমলাপুর রেলস্টেশনে যাওয়ার সময় খিলগাঁও গোড়ান আলী আহমদ স্কুলের সামনে ২-৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে দুই হাত ও পায়ে ছুরিকাঘাত করে। এ সময় সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
আহত রমজান আলীকে ঢামেক হাসপাতালে চিকিৎসা শেষে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ