প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে শুক্রবার সন্ধ্যায় গণভবনে যাচ্ছেন নারায়ণগঞ্জের নতুন মেয়র আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াৎ আইভী। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যাবেন তিনি।
বৃহস্পতিবার বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে ৭৯ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হন আইভী। নির্বাচনে নৌকা প্রতীকে আইভী পান এক লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। আর সাখাওয়াত হোসেন খান ধানের শীষে পান ৯৬ হাজার ৪৪ ভোট।
এর আগের মেয়র নির্বাচনে আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটে হারিয়ে বাংলাদেশের প্রথম নারী মেয়র হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী আইভী।
বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা