নারায়ণগঞ্জ জেলা কারাগারে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলী হোসেন প্রধানের (৬৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে বুকে ব্যথা অনুভব হলে কারারক্ষীরা তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার আসাদুজ্জামান জানান, গত ৩ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে আলী হোসেন কারাগারে বন্দি ছিলেন। বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মধ্যরাতে বুকে ব্যথার কথা জানালে তাকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গত ৩ নভেম্বর সিদ্ধিরগঞ্জ জালকুড়ি মাঝপাড়া এলাকা থেকে আলী হোসেন প্রধানকে গ্রেফতার করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ