বরিশালে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় যিশু খ্রিস্টের জন্মদিন অর্থাৎ শুভ বড়দিনের উৎসব শুরু হয়েছে। শনিবার দিবাগত রাত ১১টায় বরিশাল নগরীর সদর রোডের ক্যাথিডাল চার্চে মহাখ্রিস্টযাগের (প্রার্থনা) মধ্য দিয়ে যিশু খ্রিস্টের আগমণী বার্তা জানানো হয়।
রাত ১২টা ১ মিনিটে যিশুকে প্রনাম জানায় চার্চের ধর্ম যাযক বিশপ লরেন্স সুব্রত হাওলাদার। একই সাথে যিশুকে প্রনাম জানায় সকল খ্রিস্টভক্ত। তারা প্রার্থনা, বাইবেল পাঠ এবং সংগীতের মাধ্যমে যিশু খ্রিস্টের জন্মদিনকে স্মরণীয় করে রাখেন। আজ রবিবার সকাল ৮টায় একই স্থানে প্রার্থনা (খ্রিস্টযাগ-গীর্জা) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই দিনটিকে ঘিরে নানা উৎসবের পরিকল্পনা রয়েছে খ্রিস্টভক্তদের। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ তাদের এই দিনের প্রত্যাশা। ক্যাথিডাল চার্চ ছাড়াও বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন ও অক্সফোর্ড মিশনে এবং রূপাতলীতে আয়োজন করা হয়েছে বড় দিনের উৎসব।
বরিশালের সবচেয়ে বড় উৎসবের আয়োজন করা হয়েছে জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুরে চার্চে। এছাড়া জেলার গৌরনদী উপজেলা সদরের ক্যাথলিক মিশন এবং আগৈলঝাড়া উপজেলার খ্রিস্টভক্ত অধ্যুষিত যোবারপাড়, সুবিকারপাড়, ধানডোবা এবং পয়সারহাট এলাকায় আয়োজন করা হয়েছে বৃহৎ বৃহৎ বড়দিনের উৎসবের।
বড়দিনকে স্মরণীয় করে রাখতে সবগুলো চার্চ সাজানো রয়েছে নতুন রুপে। করা হয়েছে নজরকাড়া আলোকসজ্জাও।
এদিকে যিশু খ্রিস্টের জন্মদিনের (বড়দিন) উৎসব নির্বিঘ্ন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব