চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে বিপুল স্যাটেলাইট ফোন, ওয়্যারলেস সেট এবং কমিউনিকেশন ও নেভিগেশন আইটেম জব্দ করেছে র্যাব-৭।
অভিযানে ৩৪টি স্যাটেলাইট ফোন, ১৩২টি রেডিও সেট, ২টি ফার্নো রেডিও এরিয়াল, ২টি জেআরসি র্যাডার এন্টেনা, ৩টি ট্রান্সমিশন ইউনিট, ৪টি ব্রিজ এ্যালার্ম, ৫ টি রিসিভার, ১টি সেইলর সেট কমিউনিকেশন টার্মিনাল, ৮টি এন্টেনা (সেইলর/ফার্নো/জেআরসি/কোডেন), ৯টি হ্যান্ডসেট, ২২টি র্যাডার ডিসপ্লে, ৭টি ডোপলার লগ, ৭৬টি জিপিএস নেভিগেটর, ১১৭টি নেভটেক্স রিসিভার, ০৭টি এআইএস, ৬টি ফার্নো এন্টেনা উইথ রিসিভার (টিএক্স/আর এক্স ইউনিট) ০৪টি পাইরোটেকনিক আইটেম জব্দ করা হয়।
এসময় শফিকুল ইসলাম (৪৫), শামছুল আলম (৫০), মো. লিটন (৪৫), এবং মো. জুয়েল (২৮) নামে চার জনকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে নগরীর পাহাড়তলী থানাধীন গোলাম মোস্তাফা মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ‘স্যাটেলাইট ফোনগুলো কিভাবে খোলা বাজারে এসেছে তার খোঁজ খবর নেয়া হচ্ছে। স্যাটেলাইট ফোনগুলো বিভিন্ন উগ্রবাদী সংগঠন এবং মাফিয়া চক্রের সদস্যরা ব্যবহার করে। সাধারণের কাছে স্যাটেলাইট ফোনগুলো কিভাবে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া অভিযানে জব্দ করা অন্যান্য সরঞ্জামগুলোও সরকারি লাইসেন্স ছাড়া ব্যবহার নিষিদ্ধ।
বাংলাদেশ টেলিকমিউনিকশেন আইন অনুযায়ী স্যাটেলাইট ফোন, হাই ফ্রিকুয়েন্সি সেট, ভেরী হাই ফ্রিকুয়েন্সি সেট সরকারের অনুমতি ব্যাতিরেকে আমদানি, রপ্তানী, ক্রয়, বিক্রয়, সংরক্ষণ নিষিদ্ধ। কেননা এই ধরনের প্রযুক্তিগত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিউনিকেশন ডিভাইস সাধারণ মানুষের হস্তগত হলে দেশের সার্বভৌমত্ব ও সার্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।