ঢাকা জেলার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।
রবিবার দুপুর ২টায় ওয়াইজঘাট এলাকার সামনের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজ।
তিনি বলেন, দুপুরে ওয়াইজঘাট বরাবর বুড়িগঙ্গা নদীতে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে মরদেহটি ৩/৪ দিনের পুরনো। নিহতের পরনে খয়েরি রংয়ের টি-শার্ট ও থ্রি কোয়ার্টার প্যান্ট ছিলো। তবে গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব