রাজশাহীতে নগর স্বাস্থ্যকেন্দ্রের এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আইয়ুব আলী (৪৭)। তিনি নগরীর আলীগঞ্জ এলাকার বাসিন্দা।
রবিবার দুপুরে রাজশাহী মহানগরীর টুলটুলিপাড়া এলাকার একটি নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, স্বাস্থ্য কেন্দ্রের দোতলার একটি কক্ষে থাকতেন নৈশপ্রহরী আইয়ুব আলী। রাতে তিনি ওই কক্ষেই ঘুমান। কিন্তু রবিবার দুপুর হয়ে এলেও তার কক্ষের দরজা খুলছিল না। এ সময় কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। তখন পুলিশ গিয়ে কক্ষের দরজা ভাঙে। এ সময় ওই কক্ষের সঙ্গে সংযুক্ত টয়লেটে তার লাশ পাওয়া যায়। পরে লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
ওসি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে আইয়ুব আলী মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে তার লাশের ময়না তদন্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।