কেরানীগঞ্জে ঝোপ থেকে উদ্ধার হওয়া প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের অজগরটি মিরপুরের জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুকের সহযোগিতায় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন অজগরটি হস্তান্তর করে।
তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, বিকেলে একটি ঝোপ থেকে অজগরটি আটক করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিজ হেফাজতে নিয়ে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে নিয়ে আসি। পরে চিড়িয়াখানার লোকজন এসে অজগরটি নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ