নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, উপজেলার হাটিপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে খোরশেদ আলম ও একই এলাকার ইন্নত আলীর ছেলে ফারুক। রবিবার দুপুরে উপজেলার হাটিপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক, চুরি, ছিনতাইসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাটিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আসামিদের নারায়ণগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ