সাভারের আশুলিয়ার কাইছাবাড়ি থেকে স্বর্ণা খাতুন(১৯) ও রিনা আক্তার (২৫) নামে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাতে আশুলিয়ার কাইছাবাড়ি থেকে রিনা ও গোসাইল থেকে স্বর্ণার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।
রিনা রংপুর জেলার পীরগাছা থানার দুদিয়াবাড়ি এলাকার রেজাউল হোসেনের মেয়ে। তিনি কাইছাবাড়ি এলাকায় ওয়াসিমের বাসায় ভাড়া থাকতেন। আর স্বর্ণা শেরপুর জেলার নকলা থানার রামেরকান্দি গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
ওসি মহসিনুল কাদির জানান, সন্ধ্যায় রিনা ভেতর থেকে দরজা লাগিয়ে রাখেন। পরে অনেক ডাকাডাকি করেও দরজা না খুললে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এসময় পুলিশ ওয়াসিমের টিনশেট বাসার আড়া থেকে রিনার ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে।
এদিকে, স্বর্ণা সকাল থেকে রাত পর্যন্ত দরজা না খুললে বাড়িয়ালার সন্দেহ হয়। পরে খবর দিলে পুলিশ এসে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। দু'জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১২ ডিসেম্বর, ২০১৬/মাহবুব