রাজধানীর কদমতলীর শ্যামপুর এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্র ও ককটেলের আঘাতে দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন শহীদুল ইসলাম (৩৫) ও ফারুক হোসেন (২০)।
রবিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত শহীদ জানান, শ্যামপুর শাহী মসজিদ রোডে নিজেদের দোতলা বাসার নিচতলায় তার দোকান। রাতে হঠাৎ স্থানীয় কয়েকজন সন্ত্রাসী দোকানে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে চা দোকানদার ফারুকের মুখে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়।
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৬/ফারজানা