রাজধানীর এলিফ্যান্ট রোডে আজ বেলা ১২টার দিকে গণপূর্ত অধিদপ্তরের দুই শ্রমিককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। আহতরা হলো, গণপূর্ত অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মোকলেছুর রহমান (৪৫) ও শ্রমিক মোরশেদুল ইসলাম সোহাগ (৪২)।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক এএসআই (এবি) বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের শরীরের বেশ কয়েকটি ছুরিকাঘাত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার