রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে আজ সকালে এক হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ঢাকা রেলওয়ে থানার পুলিশ। আটককৃতরা হলো, শরিফুল ইসলাম বাপ্পা (২৪) ও মোহাম্মদ সানি (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে শরিফুল ও সানি বলেছে- তারা চট্টগ্রাম থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন স্থানে খুচরা বিক্রি করে।
ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) ওসি ইয়াছিন ফারুক বলেন, চট্টগ্রাম থেকে আসা একটি ট্রেন থেকে নামার পর তাদের গতিবিধি দেখে জিআরপি পুলিশের সন্দেহ হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগে এক হাজার ইয়াবা পাওয়া গেলে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে জিআরপি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার