চট্টগ্রামে আঞ্চলিক বিশ্ব ইজতেমা উপলক্ষে আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা পুলিশ।
সোমবার জেলা পুলিশ সুপার নূর ই আলম মিনার সঙ্গে হাটহাজারী, ফটিকছড়ি, খাগড়াছড়ি ও বান্দরবান রুটের পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আগামী হাটহাজারী উপজেলার চারিয়ায় ২৯ থেকে ৩১ ডিসেম্বর বিশ্ব ইজতেমা চলবে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ২৮ থেকে ৩১ ডিসেম্বর সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। বিশেষত কাঠ ও ইটবোঝাই কোন ট্রাক, পণ্যবোঝাই যেকোন ভারী পরিবহন চারদিন এই সড়ক দিয়ে চলবে না। তবে রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত ভারী যানবাহন চলতে পারবে।