বিপি শিট ঘোষণা দিয়ে পাথর আমদানি করায় ২৩টি কন্টেইনার আটক করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। কায়িক পরীক্ষা করতে গিয়ে চালানটির একটি কন্টেইনারে পাথর পাওয়াতে বাকি কন্টেইনারগুলোও আটক করেছে কাস্টমস।
সোমবার চট্টগ্রাম বন্দরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রত্যেকটি কন্টেইনারের কায়িক পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের এআইআর শাখার কর্মকর্তারা। তবে এখনো পর্যন্ত চালানটির আমদানি নথিপত্র তাদের হাতে না পৌঁছায় এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।
কাস্টমস সূত্রে জানা গেছে, চালানের অন্য কন্টেইনারগুলোও কায়িক পরীক্ষা করতে এআইআর শাখার দুই কর্মকর্তা বন্দর জেটিতে রয়েছেন। সোমবার একটি কন্টেইনারে বিপি শিটের বদলে পাথর দেখতে পান পণ্য খালাসের দায়িত্বে থাকা সিএন্ডএফ প্রতিষ্ঠানের প্রতিনিধি। বিষয়টি কাস্টমসকে জানানোর পর কায়িক পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।