ফের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের হাতাহাতির ঘটনায় তারা এই কর্মবিরতির ডাক দেন বলে জানা গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে অনির্দিষ্টকালের জন্য তারা এই কর্মবিরতি শুরু করে।
জানা যায়, রাত ৯টার দিকে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এক প্রসূতির স্বজনদের সঙ্গে হাতাহাতিতে রামেক’র ৫২তম এমবিবিএস’র ছাত্র ও ইন্টার্ন চিকিৎসক পরাগ হোসেনের (২৮) মাথা ফেটে যায়। এর প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে ইন্টার্ন চিকিৎসকরা। এদিকে এ ঘটনার পর থেকেই হাসপাতালে উত্তেজনা বিরাজ করছে।
রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি শফিকুল ইসলাম অপু বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/হিমেল