সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮২তম জন্মদিন উপলক্ষে বুধবার বিকেল ৪টায় ডেইলি স্টার সেন্টারের এস মাহমুদ সেমিনার হলে সব্যসাচী সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করবেন কথা সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। এসময় আলোচক হিসেবে থাকবেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, সংস্কৃতিব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ, কবি মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যিক মোহিত কামাল, কবি সাজ্জাদ শরিফ, কথাসাহিত্যিক হামিম কামরুল হক ও কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক।
অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক সংগঠন ডেইলি স্টার বুকস।
উল্লেখ্য, আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮২তম জন্মদিন। ১৯৩৫ সালের এই দিনে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন সৈয়দ হক। তার বাবা সৈয়দ সিদ্দিক হুসাইন ও মা হালিমা খাতুন। বাবা-মার আট সন্তানের মধ্যে সবার বড় ছিলেন সৈয়দ হক। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম