নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে গেছে ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দল।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে দলের সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করেন।
প্রতিনিধি দলের বাকি দশ সদস্য হলে দলের সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, কমরেড বিমল বিশ্বাস, কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড নুরুল হাসান, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড নুর আহমদ বকুল, কমরেড হাজেরা সুলতানা এমপি, কমরেড ইকবাল কবির জাহিদ, কমরেড কামরূল আহসান, কমরেড অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব