সাভারে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম রিফাত (২০)। মঙ্গলবার রাতে সাভার পৌর এলাকার রেড়িও কলোনির বউ বাজার এলাকার নিজ বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, দীর্ঘ সময় ধরে রিফাতের ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙ্গে ফেললে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরির্দশন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কারুজ্জামান জানান, "বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।"
বিডি-প্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১২