জেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি।
এর আগে সকাল ৯টা থেকে জেলা ও উপজেলার ১৫টি কেন্দ্রের ৩০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।
নির্বাচন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীভূক্ত সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যসহ ২ হাজার ৫৪১ জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক প্রশাসক মো. আবদুস সালাম এবং সাধারণ সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বাকি ১৪ সদস্য পদে ভোটগ্রহণ চলছে। এতে সাধারণ সদস্য পদে ৪৩ জন, সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নির্বাচনকে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পাদনের লক্ষ্যে র্যাব-পুলিশের পাশাপাশি ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
বিডি-প্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ