নাশকতার ১১ মামলায় ঢাকা-৪ (ডেমরা) আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহম্মেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
তার বিরুদ্ধে ২০১৫ সালে বিএনপির অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির সময় নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়। ১৫টির মধ্যে যাত্রাবাড়ীতে ৯টি, কদমতলীতে ৩টি, শ্যামপুরে ১টি, গেন্ডারিয়া ও ওয়ারীর ১টি মামলা রয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ১৫ মামলায় আত্মসমর্পণ করে জামিন চান সালাউদ্দিন। এসময় ১৫ মামলায় ৪টিতে জামিন পেলেও ১১টিতে না মঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী।
প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিএনপির অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির সময় নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়। ১৫টির মধ্যে যাত্রাবাড়ীতে ৯টি, কদমতলীতে ৩টি, শ্যামপুরে ১টি, গেন্ডারিয়া ও ওয়ারীর ১টি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব