বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর খিলক্ষেতে সড়ক অবরোধ করেছে একটি গার্মেন্টসের শ্রমিকরা। আজ সকাল ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত চলে এই অবরোধ। পরে পুলিশের অনুরোধে সড়ক থেকে অবরোধ তুলে নেয় তারা।
এর আগে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা সকাল থেকে খিলক্ষেত ওভারব্রিজের নিচে একপাশের সড়কে অবস্থান নেয়। এতে এয়ারপোর্ট থেকে বনানী রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়ে অফিসগামী কর্মজীবী মানুষ।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/হিমেল