চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মহানগরের বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে একশ’ বছর মেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে।
বুধবার দুপুরে ‘পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড’ এর একটি প্রতিনিধিদল চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা আগামী একশত বছর সামনে রেখে খাল প্রশস্থকরণ, খনন, খালের পাড়ের সড়ক প্রশস্থকরণ-নির্মাণ, স্লুইচ গেইট ও পাম্প হাউস নির্মাণ, নতুন নতুন খাল খননসহ জলাবদ্ধতা নিরসন এবং বন্যা নিয়ন্ত্রণে নানামুখি পরিকল্পনার স্বচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এ সকল প্রস্তাবনা বাস্তবায়নে চায়না কারিগরি ও আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে চীনা প্রতিনিধি দল। তাছাড়া ২০১৭ সনের মার্চ মাসের মধ্যে এ ব্যাপারে সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শেষ করা সম্ভব হবে বলে জানানো হয়।
এ সময় সিটি মেয়র এ সব ব্যাপারে ‘প্রস্তাবনা ও পরিকল্পনা বাস্তবায়নে সুনির্দিষ্ট করে পূর্ণাঙ্গভাবে উপস্থাপনের পরামর্শ’ দিয়ে বলেন, এক কোটি মানুষের বসবাসযোগ্য মেগাসিটির আদলে নগরী গড়ার প্রত্যয়ে বন্যা নিয়ন্ত্রণ এবং জলাবদ্ধতা থেকে নগরীকে মুক্ত রাখতে পরিকল্পনা হাতে নিতে হবে। এ লক্ষে মাস্টার ড্রেনেজ প্ল্যান, মাস্টার সোয়ারেজ প্ল্যান, ডিটেইলস এরিয়া প্ল্যান অনুসরণে ‘চিটাগং ফ্লাড কন্ট্রোল এন্ড ওয়াটার লগিং ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্ট’ এর একটি পূর্ণাঙ্গ ডিজাইন স্কিম প্রণয়নের অনুরোধ করছি।