হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিকাল ৩ টার দিকে ১১ লাখ টাকার ৪০০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। এমিরেটস এয়ারের দুই যাত্রীর কাছ থেকে এ আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচএম আহসানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বিকেল ৩টায় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে বেনসন ও ৩০৩ ব্রান্ডের ৪শ’ কার্টন সিগারেট জব্দ করা হয়। যার মূল্য প্রায় ১১ লাখ টাকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার