পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ঘনকুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ায় তারা এমন পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। শুক্রবার ভোর ৫টা থেকে সাময়িকভাবে এই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বলেন, "নৌপথে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ার সাথে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।"
বিডি-প্রতিদিন/ ৩০ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৭