বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এবং সাংগঠনিকভাবে শক্তিশালী। দলের কর্মকাণ্ড পুরোপুরি সচল আছে।
শুক্রবার দুপুরে রংপুর পর্যটন মোটেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় কালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ প্রসঙ্গে ফখরুল বলেন, আমরা আইন প্রণয়ন করার কথা বলিনি। আমরা রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি গঠন করার প্রস্তাব দিয়েছি। এখন যারা আইন তৈরি করবেন তারা জনগণের নির্বাচিত নন। তাদের প্রণীত আইন সঠিক হবে না। কিন্তু সার্চ কমিটিকে নিরপেক্ষ হতে হবে এবং তারা নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করবে।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৬/ফারজানা