ইংরেজি বর্ষের শেষ দিন থার্টি ফাস্ট উদযাপনকে সামনে রেখে নিরাপত্তার লক্ষ্যে ওই দিন বিকাল পাঁচটার মধ্যে দর্শনার্থীদের পতেঙ্গা ও পারকি সমুদ্র সৈকত এলাকা ছাড়তে বলেছে পুলিশ।
শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে থার্টি ফাস্ট উদযাপন নিয়ে দেওয়া নির্দেশনায় এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নগরীর ফয়’স লেক, ডিসি হিল, আগ্রাবাদ ও কাজীর দেউড়ি শিশু পার্কসহ বিভিন্ন বিনোদনমূলক স্থানে আয়োজিত অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে বলা হয়েছে। সন্ধ্যা ৭টার পর বিমানবন্দর-পতেঙ্গা সড়কে বিমানযাত্রী বহনকারী ছাড়া সব ধরনের যান চলাচলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তাছাড়া খোলা মাঠে বা রাস্তায় অনুমতি ছাড়া কোন ধরনের অনুষ্ঠান করতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি শনিবার রাত ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও আগ্নেয়াস্ত্র বহনের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৬/হিমেল