ঢাকার ধামরাই সাটুরিয়া বালিয়া সড়কের বাসনা এলাকায় আজ সকাল সাড়ে ৯টার দিকে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো. আ. গফুর (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। নিহত গফুর মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার রাধানগর গ্রামের নজোমুদ্দিনের ছেলে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) বাবলু শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত কুয়াশার কারণে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার