অস্বাভাবিক মৃত্যুবরণকারী ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর বাসা পরিদর্শন করতে যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দল। দিয়াজের লাশের দ্বিতীয় ময়নাতদন্তকারী চিকিৎসকরা আগামীকাল রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার দিয়াজের বাসা পরিদর্শন করবেন।
মামলার তদন্ত কর্মকতা ও সিআইডি’র এএসপি অহিদুর রহমান বলেন, রবিবার সকালে দিয়াজের বাসায় যাবেন লাশের ময়নাতদন্তকারী চিকিৎসকরা। তারা যে ঘরে থেকে দিয়াজের লাশ উদ্ধার হয়েছে সেই বাসা পরিদর্শন করবেন। এরপর দিয়াজের ঝুলন্ত মরদেহ নামানোর সময় উপস্থিত থাকা ম্যাজিস্ট্রেট, হাটহাজারী থানার তদন্ত কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলবেন।
প্রসঙ্গত, গত ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দিয়াজের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর থেকে দিয়াজকে হত্যার অভিযোগ করে আসছে তার পরিবার ও অনুসারিরা। ময়নাতদন্ত রিপোর্ট দিয়াজ আত্মহত্যা করেছে বলে প্রতিবেদন আসলেও পরে তা প্রত্যাখান করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ছাত্রলীগ সভাপতিসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে তার পরিবার।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ