পরীক্ষায় ফেল করে স্বপ্না আকতার নামে ৮ বছরের এক শিশু আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করে নগরীর কোতোয়ালী থানা পুলিশ।
নিহত স্বপ্না নগরীর লাভলেইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার বাবার নাম মো. হানিফ। তিনি একজন রিকশা চালক।
কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘আজ শনিবার স্বপ্নার পরীক্ষার ফলাফল বের হয়। প্রকাশিত ফলাফলে সে ফেল করে। ধারণা করছি বাবা-মায়ের বকুনি থেকে বাঁচতে আত্মহত্যা করেছে ওই শিশু।’
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ছোট শিশু আত্মহত্যা করতে পারে এটা আমাদের কাছেও অবিশ্বাস্য মনে হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিশ্চিত করার জন্য লাশের ময়নাতদন্ত করা হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ