কেরানীগঞ্জের লাকিরচর এলাকায় ধলেশ্বরী নদী থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা জানান, "বস্তাবন্দি লাশটি কম্বল দিয়ে পেঁচানোর পর দড়ি দিয়ে সেটি বাঁধা ছিল। বস্তাটি উদ্ধারের পর ভেতরে লাশটির সঙ্গে পাঁচটি পাথর পাওয়া গেছে। এতে করে ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশটি গুম করার উদ্দেশ্যেই বস্তায় পাথর ভরে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা।"
তিনি আরও জানান, "নিহত ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে। আট-নয়দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।"
বিডি প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৩