গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার অবশেষে গাঁটছড়া বাঁধলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কন্যা নাদিয়া নন্দিতা ইসলামের সঙ্গে। শুক্রবার ঘরোয়াভাবে হলুদের অনুষ্ঠান শেষে বছরের শেষ দিন শনিবার বললেন কবুল। আজ রাতে ঢাকার হেয়ার রোডে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সরকারি বাসভবনেই ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় ইমরান-নন্দিতার বিয়ের অনুষ্ঠানিকতা।
দুই পরিবারের সদস্য, নিকটাত্মীয়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক আবুল বারকাত, মানবাধিকার কর্মী খুশি কবির, নারী অধিকার কর্মী শিপ্রা বসু ছাড়াও গণজাগরণ মঞ্চের কয়েকজন যোগ দেন বিয়ের অনুষ্ঠানে।
শনিবার রাত ৮টার দিকে কয়েকজন আত্মীয় আর বন্ধুকে নিয়ে সোনালী শেরওয়ানি, মাথায় লাল পাগড়ি পরে কনের বাড়িতে হাজির হন বর। বাসার ফটকে বরপক্ষকে আটকে দেয় একদল কিশোর-কিশোরী। টাকা না দিলে দেওয়া হবে না ঢুকতে। আসে ফিতা-কাঁচি। দর কষাকষিতে অংশ নেন অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত। যোগ দেন ইমরান নিজেও। অবশেষে দুই পক্ষের সমঝোতা হলে ফিতা কেটে ভেতরে ঢোকার অনুমতি পান বর। অতঃপর রীতি অনুযায়ী বরণ করে নেওয়া হয় বরপক্ষকে। নতুন জীবনে পদার্পণ উপলক্ষে সকলের দোয়া চেয়েছেন ইমরান-নন্দিতা।
রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেওয়া ইমরান ছাত্রজীবনে ছাত্রলীগে যুক্ত ছিলেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারী অধ্যাপক নন্দিতা পরিচিতজনদের কাছে তিন্নি নামে পরিচিত।
বিডি-প্রতিদিন/এস আহমেদ