নতুন বছরের প্রথম প্রহরে কেক কেটে সংগঠনের ৩৮তম জন্মদিন পালন করল জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে নিয়ে ৩৮ পাউন্ডের কেক কাটেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময়ে ছাত্রদলের সাবেক নেতা খায়রুল কবীর খোকন, ফজলুল হক মিলন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, হাবিবুর রশীদ হাবিবসহ ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০১ জানুয়ারি, ২০১৬/মাহবুব