বছরের প্রথম দিন বই উৎসবে মেতেছে চট্টগ্রামের প্রায় পাঁচ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের দশ লাখের অধিক শিক্ষার্থী। বছরের প্রথম দিনই নতুন বই পেয়ে আনন্দে চিত্তে বাসায় ফিরে কোমলমতি শিক্ষার্থীরা।
রবিবার সকালে নগরী এবং জেলার বিভিন্ন জায়গায় বই উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ নাছির উদ্দিন, জেলা প্রশাসক সামসুল আরেফিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নগরীর ৬ থানা ও জেলার ১৪ উপজেলার ৪ হাজার ৭৯২টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০ লাখের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ১ম থেকে ৫ম শ্রেণির ৩৩টি বিষয়ে ৫১ লাখ ৯৭ হাজার ২০টি পাঠ্যপুস্তকের চাহিদা পাঠানো হয়েছিল। চাহিদা অনুসারে এনসিটিবি কর্তৃপক্ষ প্রায় সব পাঠ্যপুস্তক স্ব স্ব শিক্ষা থানায় পৌঁছে দিয়েছে। এছাড়া ১৫০০ মাধ্যমিক স্কুলের ১৭৫টি বিষয়ে ১ কোটি ৩৪ লাখ ৩৫ ৩০০টি পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
রবিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪৭টি মাধ্যমিক স্কুল, ২ প্রাথমিক বিদ্যালয় ও ৭টি কিন্ডারগার্ডেনে স্কুলের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। একই সময় মিউনিসিপাল সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সামসুল আরেফিন। মাধ্যমিক পর্যায়ের বই উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রুহুল আমিন। এসময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আজিজুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।