সাংবাদিক উত্তম সেনগুপ্তের বাবার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। হৃদরোগে আক্রান্ত দিলীপ সেনগুপ্তকে (৮০) রবিবার দিবাগত রাত দুইটার দিকে নগরীর আসকর দিঘীর মাউন্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। উত্তম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম ব্যুরোর নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।
সোমবার এক বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সাংবাদিক উত্তমের বাবা দিলীপ সেনগুপ্তের মৃত্যুতে শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী ও সহ-সভাপতি শহীদুল আলম দিলীপ সেনগুপ্তের মৃত্যুতে শোক জানিয়েছেন।
পৃথক বিবৃতিতে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম ও যুগ্ম-মহাসচিব তপন চক্রবর্তী।
দিলীপ সেনগুপ্ত মৃত্যুকালে উত্তম ছাড়াও দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। শেষকৃত্যের জন্য তার মরদেহ চট্টগ্রামের বোয়ালখালি উপজেলার ছনদন্ডি ইউনিয়নের সেনবাড়িতে নেয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ