আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কে। দেশের ১৬ কোটি মানুষের আস্থার ঠিকানার নাম শেখ হাসিনা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ও জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী করার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে নৌকা ও আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে।
সোমবার দুপুরে ধানমণ্ডিতে তার নিজ কার্যালয়ে নবনির্বাচিত শরিয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদারসহ নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকার নেতৃত্বে প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্লা, সখিপুর থানার সাবেক সভাপতি ও চরভাগা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সিকদার, আওয়ামী লীগ নেতা জহির সিকদার, উত্তর তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান ইউনুছ সরকার, মোক্তারচর ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌকিদার, ধানকাঠি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পিন্টু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাওছার আহম্দে ত্বকি, চেয়ারম্যান আবদুর রাজ্জাক পিন্টু, কেন্দ্রীয় ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নূর এ আলম আশিক, উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক শিপন শিকদার প্রমুখ।
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৬/রনি/মাহবুব