হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসআরও শর্ত ভঙ্গ করে অবৈধভাবে খালাস করার সময় বিপুল পরিমাণ সিএনজি রিকুয়েলিং ইকুইপমেন্ট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
আজ এয়ারফ্রেইট ১ নম্বর গেট দিয়ে বের করার সময় এগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ব্রিটেন থেকে আমদানি করা পণ্যের এয়ারওয়ে বিল নম্বর বিআরইউ ১১৪৩৭৪৫৪। পণ্য চালানের মোট ওজন ১০০ কেজি ও মূল্য প্রায় ২৫ লাখ টাকা। এ বিষয়ে কাস্টমস আইনানুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার