বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকারের হাত থেকে রক্ষা পেতে ঐক্যের বিকল্প নেই। আসুন শুধু ২০ দল নয়, গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে এই সরকারের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলি।
সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, জঙ্গিবাদের অভিযোগে কাউকে তদন্ত করে আদালতে পাঠানো হয়েছ, এমন একটি ঘটনাও আমার জানা নেই। তদন্তের আগেই এদের হত্যা করা হচ্ছে।
তিনি বলেন, এতো নির্যাতন সহ্য করে একটি লক্ষ্যেই আমরা আন্দোলন করে যাচ্ছি। তা হলো জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এ অধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর টি আই এম ফজলে রাব্বি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য খালেকুজ্জামান চৌধুরী, আহসান হাবিব লিঙ্কন, পার্টির যুগ্ম মহাসচিব এ এস এম এস শামীম প্রমুখ।