চট্টগ্রাম মহানগরের গণপরিবহনে নৈরাজ্য বন্ধে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনকে স্মারকলিপি দিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ দুপুরে নগর ভবনে ক্যাব নেতৃবৃন্দ এ স্মারকলিপি দেন। এ সময় উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, নগর কমিটির সহ-সভাপতি কাউন্সিলর আবিদা আজাদ, বিভাগীয় সহ-সভাপতি আবদুল মান্নান। একই স্মারকলিপি নগর পুলিশ কমিশনার ইকবাল বাহারকেও দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, নগরীতে চলাচলকারী ইজিবাইক, টমটম, হিউম্যান হলার, সিএনজি এবং বাস সার্ভিসের জন্য অনতিবিলম্বে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা জরুরি। তাছাড়া গণপরিবহনে নির্ধারিত ভাড়ার চার্ট ঝোলানো, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, অটোরিকশা মিটারে চালাতে বাধ্য করা, মিটারে না চালালে মোবাইল কোর্ট পরিচালনা করা, নগরীর প্রধান সড়কগুলোতে যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা, রাস্তায় বেশি সময় ধরে গাড়িপার্কিং বন্ধ রাখা, লক্করঝক্কর বাসগুলো অপসারণ করে নতুন বাস নামানো, নগরীতে চলমান বাসের পরিসংখ্যান হালনাগাদ করা, রেজিস্ট্রেশনবিহীন ইজিবাইক, হিউম্যান হলারগুলোতে চাঁদাবাজি-টোকেন বাণিজ্য বন্ধ করা, চলাচলের অনুমতি আছে এমন বাসগুলোর তালিকা হালনাগাদকরণ, হঠাৎ করে বিকল্প ব্যবস্থা না করেই যানবাহন বন্ধ রোধ করার নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার