জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।
সোমবার এক বার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় তারা বলেন, প্রথমবারের মতো জাতীয় প্রেসক্লাবে একজন নারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সর্বক্ষেত্রে দেশের নারীদের এগিয়ে যাওয়ার এ এক অনন্য উদাহরণ। জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে সাংবাদিকদের প্রাণের এ সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনায় আরো গতিশীল হবে; সারাদেশের সাংবাদিকদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তবুদ্ধির চর্চার প্রসারে জাতীয় প্রেসক্লাব অগ্রণী ভূমিকা রাখবে।
সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে জাতীয় প্রেসক্লাব সারাদেশের সাংবাদিকদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকবে।