চট্টগ্রামের অন্যতম বিনোদন কেন্দ্র ফয়েস লেক এলাকার প্রায় ৫০টি হোটেল ও মিনি চাইনিজে অভিযান পরিচালনা করে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান ও সাবরীনা রহমান।
অভিযান সূত্রে জানা যায়, ফয়েস লেকে ঘুরতে আসা ছেলেমেয়েদের এখানকার মিনি চাইনিজ ও হোটেলের বয়রা নানা অফারের লোভ দেখিয়ে হোটেলে ডেকে নিয়ে আসে। বয়রা ছাত্রছাত্রীদের ‘এখানে নিরাপদ’ বলে বিভিন্ন দামে-অফারে হোটেলের রুম ভাড়া দেয়। এসব মিনি হোটেলগুলোর রুম অন্ধকার এবং কালো গ্লাসে ঢাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরীনা রহমান বলেন, ফয়েস লেক এলাকার প্রায় ৫০ টি হোটেল, রিসোর্ট ও মিনি চাইনিজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসব মিনি চাইনিজে মাদক ও দেহ ব্যবসার আসর বসতে দেখা গেছে। অভিযানে বিভিন্ন বয়সের ৪৫ জন ছেলে মেয়েকে আটক করা হয়। এর মধ্যে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, চাকুরিজীবী ও ব্যবসায়ী রয়েছে। পরে মুছলেখা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, এখানকার মিনি চাইনিজগুলোর বয়রা তাদের নানা লোভ দেখিয়ে হোটেলে ডেকে নিয়ে আসে। বয়রা ছাত্রছাত্রীদের ‘এখানে নিরাপদ’ বলে বিভিন্ন দামে হোটেলের রুম ভাড়া দেয়। মূলত এসব হোটেল মাদক ও অসামাজিক কার্যকলাপের প্রধান আস্তানা হয়ে দাঁড়িয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপে সহযোগিতার দায়ে একটি রিসোর্টের মালিক ও ছয়টি হোটেলের ম্যানেজার-হোটেলবয়কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ