নির্বাচন কমিশন (ইসি) পুর্নগঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আগামী ১১ জানুয়ারি বৈঠক করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আলোচনার জন্য মোট পাঁচটি দলকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ১১ জানুয়ারি বিকেল ৪টায় বঙ্গভবনে যাবে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
এর আগে, একই ইস্যুতে গত ১৮ ডিসেম্বর বিএনপি, ২০ ডিসেম্বর জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ এবং ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সঙ্গে আলোচনা করেন রাষ্ট্রপতি।